আপনার জিজ্ঞাসা
ইফতারের ফজিলত নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদ উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ চতুর্থ পর্বে ইফতারের ফজিলত নিয়ে ইসলাম কী বলে সে বিষয়ে সাভার থেকে টেলিফোনে জানতে চেয়েছেন টুটুল। অনুলিখন করেছেন সাইফ আহমেদ।
প্রশ্ন : ইফতারের ফজিলত কী? সেহরির ফজিলত নিয়েও জানতে চাই।
উত্তর : সেহরি ও ইফতার দুটোই নবীর (সা.) অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। নবী করিম (সা.) এ দুটি সুন্নাহ আমাদের শিক্ষা দিয়ে গেছেন। সেহরির জন্য নবী (সা.)-এর হাদিস রয়েছে যে, তোমরা সেহরি কর, এর মধ্যে তোমাদের জন্য বরকত আছে। রাসুল (সা.) এটাকে এ জন্য গুরুত্ব দিয়েছেন যে, এটা স্বাস্থ্যের জন্য উপকারী।
ইফতারের ব্যাপারে রাসুল (সা.) বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত মানুষ রোজা রেখে সুর্যাস্তের পর পরই ইফতার করবে, ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের ওপর প্রতিষ্ঠিত থাকতে পারবে’। তাই উম্মতের কল্যাণের সঙ্গে ইফতার সম্পৃক্ত। রাসুল (সা.)-এর ফজিলতের ব্যাপারে বলেছেন, ‘যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাল, সে ওই রোজাদার ব্যক্তি সিয়াম পালনের মাধ্যমে যত সওয়াব পেয়েছে, ততটুকু সওয়াব লাভ করতে পারল’।
তাই এ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং স্বাস্থ্যের জন্যও উপকারী এবং নবী করিম (সা.)-এর সুন্নাহ।