শ্রমিক সংঘর্ষের পর বরিশালে বাস চলাচল বন্ধ
দুই জেলার পরিবহন বিরোধের জের ধরে বরিশালসহ দক্ষিণাঞ্চলের আটটি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সকালে বরিশালের পরিবহন শ্রমিকদের সঙ্গে ঝালকাঠি পরিবহন শ্রমিকদের হাতহাতি ও সংঘর্ষ হয়।
এর প্রতিবাদে ঝালকাঠির শ্রমিকরা কাচারিবাড়ী সড়কে ব্যারিকেড দেয়। এতে বরিশালের সঙ্গে ঝালকাঠি, পিরোজপুর এবং বরগুনার একাংশসহ আটটি রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে।
বরিশাল মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শিপন বলেন, ‘সমস্যা নিরসনের চেষ্টা চলছে। আশা করছি, খুব শিগগির বাস চলাচল শুরু হবে।’
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেছে। বাস টার্মিনাল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।