ফিনালিসিমায় মেসি-ইয়ামালের লড়াই কবে কখন
প্রায় মাসখানেকের লড়াই শেষে পর্দা নামল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার। ইউরোতে স্পেন আর কোপাতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এবার বিশ্বের অন্যতম এই সেরা দুই দলের ফিনালিসিমায় মুখোমুখি হওয়ার পালা। মহাদেশীয় লড়াই শেষে দর্শকরা এখন বহুল কাঙ্খিত ম্যাচের অপেক্ষায়।
মূলত কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন দলের মধ্যে যে লড়াই হয়, সেটাই ফিনালিসিমা নামে পরিচিত। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে তারা ইতালিকে হারিয়েছিল। স্প্যানিশ ও আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে বা পরেই আয়োজিত হবে ফিনালিসিমা।
ইউরোর আয়োজক উয়েফা এবং কোপা আমেরিকার আয়োজক কনমেবলের মধ্যে যে চুক্তি সই করা আছে, তাতে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত দুই মহাদেশের চ্যাম্পিয়নদের মধ্যে ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে আয়োজন হওয়ার পেছনে অবশ্য যুক্তিও রয়েছে। এবারের কোপা আমেরিকার ভেন্যু ছিল যুক্তরাষ্ট্র। যেখানে ২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আর বিশ্বকাপকেন্দ্রিক ভাবনা থেকেই স্পেনও সেখানে খেলতে নাকি আগ্রহ দেখিয়েছে।
ফিনালিসিমায় প্রিয় তারকা মেসির সঙ্গে দেখা হওয়ার যে ইচ্ছা প্রকাশ করেছিলেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল, তা পূরণ হতে চলেছে। ইউরোপ ও দক্ষিণ আমেরিকা মহাদেশের দুই চ্যাম্পিয়ন দলের লড়াই ফিনালিসিমায় ইয়ামাল-মেসির মুখোমুখি হওয়াটা এখন সময়ের ব্যাপার।