পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী ও শনির আখড়া
রাজধানীর যাত্রাবাড়ী, কাজলা ও শনির আখড়া এলাকায় কোটা সংষ্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। ছাত্রদের সরাতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। দুপুর ১২টা নাগাদ পুলিশের গুলিতে ছয় শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সিদ্দিক এনটিভি অনলাইনকে বলেন, আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে দেওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। মানুষের ভোগান্তি বেড়েছে। আন্দোলনকারীদের সরাতে চাইলে পুলিশকে ইট পাটকেলে নিক্ষেপ করা হয়। জবাবে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) ভোর বেলা থেকে সড়ক বন্ধ রয়েছে। সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়া সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ও ইট ছড়িয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন তারা।
এদিকে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে জানান, দুপুর পর্যন্ত চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।