পিরোজপুরে আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর
পিরোজপুর সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু তাইয়্যেবা (৪) ও জান্নাতুল (৪) উভয়ই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। আজ শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শারিকতলা ইউনিয়নের কুমিরমারা এলাকায় এ ঘটনা ঘটে।
শারিকতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি এ তথ্য নিশ্চিত করেছেন।
আজমীর হোসেন মাঝি জানান, কুমিরমারা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা তাইয়্যেবা ও জান্নাতুল সকাল ৯টার দিকে খেলতে বের হয়। এরপর অনেক্ষণ ধরে বাবা-মা তাদের দেখতে না পেয়ে খোজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে ঘরের কাছের পুকুরে খুঁজতে থাকেন। এ সময় পুকুর থেকে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি আরও জানান, ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে গায়ে কাদা লাগায় পুকুরে কাদা ধুতে গেলে পানিতে পড়ে যায় ওই দুই শিশু।
তাইয়্যেবা ও জান্নাতুল কুমিরমারা আশ্রয়ন প্রকল্পের মো. ইউসুফ ও মো. আব্দুল খালেকের মেয়ে বলেও জানান চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি।