গ্লোবাল টি-টোয়েন্টিতে বিবর্ণ সাকিব, ঝলক দেখালেন শরিফুল
আপাতত জাতীয় দলের হয়ে তেমন কোনো ব্যস্ততা না থাকায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন ক্রিকেটাররা। এলপিএলের পর এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলছেন পেসার শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসার জি-টোয়েন্টির অভিষেক রাঙালেও ঝলক দেখাতে পারেননি অলরাউন্ডার সাকিব আল হাসান।
গতকাল শুক্রবার (২৬ জুলাই) কানাডায় হার দিয়ে শুরু হয়েছে সাকিব-শরিফুলদের যাত্রা। অ্যাগার, টিম সেইফার্ট, দিলপ্রিত বাজওয়া ও মানেত্তির ঝড়ো ইনিংসে মন্ট্রিয়ল টাইগার্স ৬ উইকেটে গড়ে ১৮৯ রানের পুঁজি। জবাবে রহমানউল্লাহ গুরবাজ ৩৯ বলে ৬৪ রানের ইনিংস খেললেও আর কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ফলে ৮ উইকেটে ১৫৬ রানে থামে বাংলা টাইগার্স।
বল হাতে ৪ ওভারে ৩০ রান খরচ করলেও কোনো উইকেটের দেখা পাননি সাকিব। ব্যাটিংয়ে তিন নম্বরে নেমে ফেরেন ৬ বলে ৩ রান করে। আর ৪ ওভারে একটি মেডেনসহ ১৬ রান দিয়ে ১ উইকেট নেন শরিফুল। এরপর ৪ বলে এক ছক্কায় ৮ রানে অপরাজিত থাকেন।
অবশ্য এই ম্যাচে আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিনকেও দেখার সুযোগ ছিল ভক্তদের। তবে, মন্ট্রিয়লের বাংলাদেশি পেস বোলিং অলরাউন্ডার ভিসা জটিলতায় এখনও কানাডায় যেতে পারেননি। ধারণা করা হচ্ছে দলটির হয়ে আগামী ম্যাচেই দেখা যেতে পারে তাকে।
এর আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে চার ম্যাচে মাত্র এক উইকেটের দেখা পান সাকিব। সবশেষ দুই ম্যাচে ছুঁতে পারেননি দুই অঙ্ক। টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের সেরা ছন্দে ছিলেন না ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। যা বেশ ভুগিয়েছে বাংলাদেশ দলকে।