গণপিটুনি শেষে পুলিশের হাতে ২ অটোরিকশা ছিনতাইকারী
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে যাত্রীবেশী ২ অটোরিকশা ছিনতাইকারী গণপিটুনিতে আহত হয়েছে। এরপর তাঁদের কাছে সোপর্দ করা হয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারী হচ্ছেন নাঈম ভুঁইয়া (২০) ও মো. রাকিব (২২)।নাঈমের বাড়ি জেলা সদরের মিরকাদিম পৌরসভার কালিন্ধিপাড়ায়। আর রাকিবের বাড়ি গোপপাড়া এলাকায়। আহতদের কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করেছে পুলিশ।
টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী জানান, নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকা থেকে মো. সিয়ামের অটোরিকশা ভাড়া করেন নাঈম ও রাকিব। দুপুরে টঙ্গিবাড়ি উপজেলার আব্দুল্লাহপুরের উদ্দেশে রওনা দেন তাঁরা। দুপুর দেড়টার দিকে তাঁরা আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছান। এ সময় অটোরিকশাচালক সিয়ামকে ধারালো ছোরা বের করে ভয় দেখিয়ে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান তাঁরা। একপর্যায়ে ওই দুই যাত্রীর সঙ্গে অটোরিকশাচালকের ধস্তাধস্তি হয়। এ সময় চালক সিয়াম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে দুই যাত্রীকে আটক করে। পরে গণপিটুনি দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। এরপর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।