মাটি নিচে মিলল রাইফেলের ৭৮টি গুলি
নীলফামারীর সৈয়দপুরে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়ার সময় রাইফেলের ৭৮টি গুলি পেয়েছে শ্রমিকরা। আজ রোববার (২৮ জুলাই) দুপুরে উপজেলার নতুন বাবুপাড়া সাদ্দাম মোড়ে কাজী গোলাম আব্দুল কাদের বিপুলের নতুন বাড়ির পিলার ঢালাইকালে গুলিগুলো পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, গুলিগুলো মুক্তিযুদ্ধের সময় মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাজী গোলাম আব্দুল কাদের বিপুল একটি বহুতল ভবন নির্মাণ করছেন। দুপুরে একটি আরসিসি পিলারের ব্যাচ ঢালাই করতে গিয়ে শ্রমিকদের কোদালের সঙ্গে ভারি কিছু আটকে যায়। কৌতূহলী শ্রমিকরা মাটি সরিয়ে একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৭৮টি গুলি দেখতে পায়। পরে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিগুলো উদ্ধার করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, উদ্ধার হওয়া গুলিগুলো মরিচা ধরে গেছে। এর মধ্যে কিছু ভেঙেও গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেগুলো মুক্তিযুদ্ধের সময়ের।