চট্টগ্রামে ছাত্রদের বিক্ষোভ, এক পুলিশ গুলিবিদ্ধ
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ২০ শিক্ষার্থীকে। আজ সোমবার (২৯ জুলাই) বিকেলে নগরীর জামালখান এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে জামালখান এলাকাসহ পুরো নগরীতে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করে।
সিএমপির উপকমিশনার মোস্তাফিজুর রহমান জানান, এ পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে এএসআই মোশারফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক। ইটের একটি অংশ চোখে পড়ায় সে আহত হয়েছে।
বেলা ৩টার পর চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালনকালে কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ সময় কয়েকজনকে ছাড়িয়ে নিতে শিক্ষার্থীরা পুলিশের ভ্যান আটকিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের ব্যাপক উপস্থিতিতে শিক্ষার্থীদের নিয়ে গাড়িটি চলে যায়।
বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা জানায়, আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে অস্ত্রের মুখে বিবৃতি আদায় করেছে পুলিশ। ছাত্রদের গুম-খুন করে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবি জানায় তারা।
একই সময় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা চেরাগী পাহাড় এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি পালনকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ছাড়া নগরীর নিউমার্কেট এলাকা থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল নগরীর কাজীরদেউরি এলাকায় পুলিশের ব্যারিকেড বাধা দেয়।
এদিকে জামালখান কদম মোবারক এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে পুলিশ রাবার বুলেট ও কাঁদানো গ্যাস ব্যবহার করে। এ সময় সিএমপি গোয়েন্দা পুলিশের এক সদস্য গুলিবিদ্ব হন। পরে শিক্ষার্থীদের কর্মসূচি থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়।