ময়মনসিংহে আদালতের সামনে শিক্ষার্থীদের সমাবেশ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ময়মনসিংহে আদালতের সামনে অবস্থান, মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘটিত গণহত্যার বিচার দাবি, মামলা, হয়রানি বন্ধসহ নয় দফা দাবিতে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনের সমন্বয়ক আশিকুল ইসলাম ও আরিফুর হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল আদালতের ফটকের উল্টোদিকে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দেন শিক্ষার্থীরা। পরে সেখানে আরও আন্দোলনকারী যোগ দিলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে মানববন্ধন করে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নজরুল স্কয়ারে গিয়ে জড়ো হয়। পরে সেখান থেকে নিজ নিজ গন্তব্যে চলে যায় শিক্ষার্থীরা।
কর্মসূচির খবরে আদালতের সামনে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিনসহ পুলিশ কর্মকর্তা সেসময় সেখানে উপস্থিত ছিলেন।