সিলেটে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ
সিলেটে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড মেরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ বুধবার (৩১ জুলাই) দুপুর একটায় নগরের সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীদের পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল মারতেও দেখা যায়।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে আজ বেলা ১১টায় সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় গেটে জড়ো হয় আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১১টায় আন্দোলনকারীদের বিশ্ববিদ্যালয় গেট থেকে সরিয়ে দেয় পুলিশ। এ সময় তারা মিছিল নিয়ে নগরের কোর্ট পয়েন্টের দিকে রওনা দেন। মিছিল থেকে পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শোনা যায়।
নগরের সুবিদ বাজারে মিছিলটি আসার পর তাদের বাধা দেয় পুলিশ। মিছিলকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এসময় আন্দোলনকারীরাও ইট পাটকেল ছুড়লে সিলেট প্রেসক্লাবের সামনের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বুধবার দুপুরে ক্যাম্পাসে মিছিল করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম একাত্তরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে এসে শেষ হয়।
এসময় শিক্ষকরা সাম্প্রতিক সহিংসতায় হতাততের ঘটনায় নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেন।