তানজিদ-পারভেজের ব্যাটে ১১২ রানে জিতল বাংলাদেশ এইচপি
ব্যাট হাতে নর্দান টেরিটরি স্ট্রাইকের লক্ষ্যটা কঠিন করে দেন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। দুই তরুণের ব্যাটে বাংলাদেশ পায় আড়াইশ রানের পুঁজি। যা টপকে জয় তো দূরে, লড়াইও জমাতে পারেনি নর্দান টেরিটরি। ফলে অস্ট্রেলিয়া সফরে হেসেখেলেই একদিনের সিরিজ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ এইচপি দল।
অস্ট্রেলিয়ায় বৃহস্পতিবার প্রথম এক দিনের ম্যাচে নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে ১১২ রানে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল। আগামী মঙ্গলবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ এক দিনের ম্যাচে মাঠে নামবে আফিফ হোসেনের দল।
এদিন আগে ব্যাট করে স্কোরবোর্ডে ২৫০ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৩৮ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার স্থানীয় দলটি।
ডারইনের টিআইও স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেটে ১০০ রানের জুটি গড়ে তোলেন দুই বাঁহাতি তানজিদ ও পারভেজ। এই জুটিই মূলত রানের পথ দেখায় বাংলাদেশকে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন তানজিদ তামিম। ৬৪ বলে তার ইনিংসে ছিল ৪ চার ও একটি ছক্কা।
আরেক ওপেনার পারভেজ খেলেন ৪৭ রানের ইনিংস। সমান ৬৪ বলে ৫ চার ও ২ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। শেষ দিকে নেমে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আবু হায়দার। এরপর বল হাতে দুই উইকেট নেন এই বাঁহাতি পেসার।
এ ছাড়া, আকবর আলী করেন করেন ২৬ রান। ২০ রান আসে শামিমের ব্যাট থেকে।