রাত পোহালে শুরু পাকিস্তান সফরের প্রস্তুতি
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার এক মাসেরও বেশি সময় পার হয়েছে। এর মাঝে কিছু ক্রিকেটার ছুটি কাটিয়েছেন। কেউ বাইরের দেশের লিগে ব্যস্ত ছিলেন। কেউ আবার নিজেকে প্রস্তুত করছিলেন। অবশেষে লম্বা অপেক্ষার পর শুরু হচ্ছে জাতীয় দলের ব্যস্ততা। আগামীকাল শনিবার সকাল থেকেই পাকিস্তান সফরের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।
আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেসের পরীক্ষা দিয়ে শুরু হবে প্রস্তুতি। যেই পরীক্ষা নেবেন জাতীয় দলের ট্রেনার ন্যাথান কিলি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে দৌড়ে এ পরীক্ষা দেবেন তাসকিন আহমেদরা। যার নাম হলো ‘ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট’। এক ক্ষুদে বার্তায় আজ শুক্রবার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ। সকাল ৬ টা থেকে ৭টা ৩০ এর মধ্যে হবে এই পরীক্ষা। এরপর মিরপুর শেরেবাংলায় হবে ব্যাটে-বলে প্রস্তুত হবার লড়াই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে লম্বা ছুটি কাটিয়েছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানা যায়, পাকিস্তান সফরকে সামনে রেখে আজ শুক্রবার ঢাকায় ফিরেছেন কোচ। পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও ব্যাটিং কোচ ডেভিড হেম্প ফিরেছেন আরও দুই সপ্তাহ আগে। স্পিন কোচ মুশতাক আহমেদেরও আজ ফেরার কথা রয়েছে।
প্রস্তুতির পর আগামী ১৭ আগস্ট পাকিস্তানের বিমান ধরবে বাংলাদেশ দল। আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ৩০ আগস্ট। ম্যাচ দুটিই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।