চট্টগ্রামে ছাত্র-জনতার সমাবেশ লোকে লোকারণ্য
বন্দরনগীর চট্টগ্রামের কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় এলাকায় ৯ দফা দাবিতে জড়ো হয়েছেনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী। এ সমাবেশকে ঘিরে নিউমার্কেট এলাকায় জনতার স্রোত নামে। গোটা নিউমার্কেট এলাকাসহ আশেপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। মিছিল নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এ ছাত্র-জনতার এ সমাবেশে।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার (৩ আগস্ট) দুপুর থেকে মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৩টার দিকে নিউমার্কেট মোড় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। একইসঙ্গে নিউমার্কেট মোড় সংলগ্ন বিভিন্ন সড়ক দিয়ে একের পর এক মিছিলযোগে বিক্ষোভকারীদের প্রবেশ করতে দেখা যায়।
এসময় দেখা যায়, ছাত্রছাত্রীরা তাদের সহপাঠী হত্যার বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন তাদের অভিভাবকরাও। এসময় রিকশাওয়ালা থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার লোকজনকে আন্দোলনে আসা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে স্লোগান দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি গণমাধ্যমকে বলেন, আজকের (শনিবার) আন্দোলনে পুলিশ কোনো বাধা দেবে না। শিক্ষার্থীরা নিজেদের মতো কর্মসূচি পালন করতে পারবে। তবে তারা যাতে কোনও সহিংস কর্মকাণ্ড না করে সেই অনুরোধ থাকবে।
সমাবেশস্থল থেকে শরিফুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, সরকারের সরাসরি নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী খুব কাছ থেকে গুলি করে আমাদের ভাইদের নির্মমভাবে খুন করেছে। হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকে গ্রেপ্তার করে কারাগারে আটকে রেখেছে। আমরা এ খুনের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে।
আসলাম আহমেদ নামে অপর এক শিক্ষার্থী জানান, এ সরকার খুনি। আমরা আমাদের ভাইদের কাছে এ সরকারের কাছে খুনের বিচার চাইতে আসিনি। কারণ খুনি কখনোই খুনের ঘটনার বিচার করবে না। আমরা এ সরকারের পদত্যাগ চাই।