কেন্দ্রীয় কার্যালয়সহ ঢাকার বিভিন্ন পয়েন্টে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান
দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির মধ্যে ঢাকাসহ সব মহানগর, জেলা ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীদের জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এ কর্মসূচি সফল করতে সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
আজ রোববার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, মাত্র কয়েকজন নেতাকর্মী অবস্থান নিয়েছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে নেতাকর্মীদের।
অবস্থান কর্মসূচিতে অবস্থান নিচ্ছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারেক সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদসহ সাবেক ও বর্তমানসহ নগর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে সাথে কেন্দ্রীয় কর্যালয়ের আশপাশে নেতাকর্মীরা অবস্থান নিচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল শনিবার রাত থেকে আওয়ামী লীগের কর্মসূচি বাতিলের গুজব ছড়িয়ে পড়ে। তবে কর্মসূচি বাতিল করা হয়নি বলে দলটির দপ্তর সূত্রে জানা যায়। তাদের দাবি, ভুয়া প্রেস রিলিজ তৈরি করে নেতাকর্মীদের বিভ্রান্ত করতে গুজব ছড়ানো হচ্ছে। কর্মসূচি চলবে।
এদিকে ধানমণ্ডিস্থ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়, যাত্রাবাড়িসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।