ছাত্র-জনতার দাবি মেনে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুলের
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র-জনতার দাবি মেনে ক্ষমতা থেকে অবিলম্বে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (৪ আগস্ট) গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
ফখরুল দেশবাসীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা ছাত্র জনতার এক দফা আন্দোলনের কর্মসূচি সফল করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি নিজ নিজ এলাকায়ও আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখারও রাখার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীকে ছাত্র জনতার দাবি মেনে ক্ষমতা থেকে অবিলম্বে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণ গণঅভ্যুত্থানের পথে যে যাত্রা শুরু করেছেন,হত্যা, দমন, নিপীড়ন চালিয়ে তা আর ব্যর্থ করা যাবে না।
আজ দুপুর থেকে মোবাইল নেটওয়ার্ক প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ইন্টারনেট, ফেইসবুক, ম্যাসেন্জার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক গণমাধ্যম বন্ধে নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, আন্দোলন দমন ও ভায়ভীতি প্রদর্শন করতে আজ সন্ধ্যা থেকে আবারও সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করা হয়েছে।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বরাবরের মতো আজও আওয়ামী সন্ত্রাসীরা বিএসএমএমইউসহ বিভিন্ন স্থাপনায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে।