কুষ্টিয়ায় মডেল থানায় আগুন : নিহত ৮, আহত অর্ধ শতাধিক
কুষ্টিয়ায় আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আজ সোমবার (৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত কুষ্টিয়ার ছয় রাস্তার মোড় ও থানার মোড় এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরিপুর ইউনয়নের বাবুল হোসেন (৪৫), আশরাফুল ইসলাম (৩০), বাবু (৪০), থানাপাড়া এলাকার মোহাম্মদ ইউসুফ (৭০) ও আবদুল্লাহ হোসেন (১২), বাকি তিনজনের পরিচয় জানা যায়নি।
এই সংঘর্ষের সময় অর্ধ শতাধিক আন্দোলনকারী আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিকেলে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা কুষ্টিয়া মডেল থানায় হামলা করলে সেনাবাহিনীর সদস্যরা এসে থানা থেকে পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যায়। এরপর কুষ্টিয়া মডেল থানা ও ওসির বাসভবন পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা।
এদিকে শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পড় পরই হাজার হাজার জনতা কুষ্টিয়া শহরে নেমে এসে উল্লাস করতে থাকে। পরে কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরলাল বেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এ ছাড়া কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিনের বাসভবন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতার বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা।