নৈরাজ্য বন্ধে বরিশালবাসীকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সব ধরনের গণবিরোধী নৈরাজ্য ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বরিশালে শোভাযাত্রা ও পথসভা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে জেলখানার মোড়, নতুন বাজার, নথুল্লাবাদ, চৌমাথা, রুপাতলি ও চাঁদমারী হয়ে লঞ্চঘাটে গিয়ে সমাপ্ত হয়।
গণতন্ত্র মঞ্চ বরিশাল জেলা সমন্বয়ক ও গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টি বরিশাল জেলা আহ্বায়ক হারুন অর রশিদ মাহমুদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় সহসভাপতি সোহরাব হোসেন, ভাসানী অনুসারী পরিষদ জেলা সদস্য আব্দুল মান্নান, গণসংহতি আন্দোলনের জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সদস্য সচিব জসিম উদ্দিন রাঢ়ি, সদস্য শওকত হোসেন বাদল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ হালদার প্রমুখ।
এ সময়ে নেতারা বলেন, ছাত্র-জনতা অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে। কিন্তু আমরা প্রত্যক্ষ করছি, গত কয়েকদিন কিছু অবাঞ্ছিত লোক ছাত্র-জনতার এই অর্জনকে ব্যর্থতায় পর্যবসিত করার পাঁয়তারা করছে। সারা দেশে চুরি, লুটপাট, অগ্নিসংযোগে মত্ত হয়ে উঠেছে। আমরা দৃঢ় কণ্ঠে এই অপশক্তিকে বলতে চাই, বাংলার মাটিতে আর কোনো সন্ত্রাসের ঠাঁই হবে না। এখন ছাত্র জনতার রক্তে অর্জিত এই বিজয়কে গণমানুষের চূড়ান্ত মুক্তির দিকে ধাবিত করতে হবে। দেশে যেন আর কোনো ফ্যাসিবাদ চেপে না বসতে পারে তার বন্দোবস্ত তৈরি করতে হবে।