যে কারণে সাকিবকে বাদ দিতে পারেননি নির্বাচকরা
বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান অনন্য। তিনি মাঠে থাকা মানে একই সঙ্গে দুজন খেলোয়াড়ের রোল প্লে করা। দেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডারের তকমাও তার। এমন একজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া যে কোনো নির্বাচকদের জন্যই কঠিন। বাংলাদেশের নির্বাচকদের জন্যও তাই হয়েছে। যতই বিতর্ক থাকুক না কেন, মেধার বিবেচনার সাকিবকে বাদ দিতে পারেননি নির্বাচকরা।
আজ সোমবার (১২ আগস্ট) সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। পাকিস্তান সিরিজের দলে সাকিবের সংযুক্তি নিয়ে প্রশ্ন আসলে তার মেধার দিকটি তুলে ধরেন এই নির্বাচক।
প্রধান নির্বাচক বলেছেন, ‘অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত। তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সাকিব আল হাসান বাংলাদেশের একজন টপ প্লেয়ার। সিলেকশনের ক্ষেত্রে আমরা ভেবেছি, যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। মূলত তার মেধার বিবেচনায় তাকে দলে নেওয়া হয়েছে।’
এ ছাড়া একজন খেলোয়াড়কে রাজনীতি যুক্ত হওয়ার রীতি নিয়েও কথা বলেছেন লিপু। তার মতে, ‘যে সংস্কারের ছোঁয়া লেগেছে, তা এগিয়ে যাবে। কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন না, এটা নিয়েও হয়তো কোনো সিদ্ধান্ত আসবে। কোনো রাজনৈতিক দলেরও কি উচিত কোনো রানিং খেলোয়াড়কে তাদের দলে নেওয়া।’
প্রসঙ্গত ছাত্র আন্দোলনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রশ্ন ওঠে সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে। সাবেক এই সংসদ সদস্যকে ক্রিকেটে আর পাওয়া যাবে কি না সেটা নিয়েও ছিল ধোঁয়াশা। তবে গতকাল রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় সব ধোঁয়াশার অবসান হয়েছে। দেশসেরা অলরাউন্ডারকে নিয়েই পাকিস্তান সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বাঁহাতি স্পিনারের।
গতকাল সন্ধ্যায় আসন্ন পাকিস্তান সফরে দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের দলে ফিরছেন দেশসেরা অলরাউন্ডার।