মানবিকতার মূল্যবোধ না জাগলে পরিবর্তন আসবে না : পার্বত্য উপদেষ্টা
পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের কৃষকরা তাদের উৎপাদনের সঠিক মূল্য পায় না। মিডলম্যানরা তা শুষে নিচ্ছে। মানুষের মধ্যে মানবিকতার মূল্যবোধ থাকতে হবে। মানবিকতার মূল্যবোধ না জাগলে কোনো কিছুতেই পরিবর্তন আসবে না।
পার্বত্য উপদেষ্টা আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া স্বউদ্যোগে আসা পার্বত্য চট্টগ্রামের ছাত্রদের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন।
সুপ্রদীপ চাকমা বলেন, সমাজকে বৈষম্যহীন করে গড়ে তুলতেই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। রাজনীতিতে ইমোশনের কোনো জায়গা নেই। ভুল করারও সুযোগ নেই। উপদেশ হলো–অনেক কাজ হয়েছে। এখন সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের পাশে সাহসী লোকজন আছে। এদেশটা আমার-আমাদের। ভেদাভেদ বলতে কিছু নেই। কোয়ালিটি দরকার। আমাদের কর্মক্ষম লোক দরকার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পার্বত্য চট্টগ্রামের পক্ষে মোহাম্মদ এরফানুল হক, শাহাদাৎ ফরাজী, মিনহাজ মুরশীদ, থোয়াইচিংমং চাক, রফিকুল ইসলাম, জিয়াদ, রামখুমলিয়ান মংপা বম, মো. রাসেল মাহমুদ, ইরফান ও মিনহা ত্বৌকি উপস্থিত ছিলেন।