বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য : ড. মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। বাংলাদেশে যত স্বৈরশাসকই আসুক, যারা গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র কায়েম করেছে তাদের পরাভূত করে ছাত্র-জনতা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। আজ শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাহমিদের কবর জিয়ারতের পর ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন।
মঈন খান বলেন, বাংলাদেশের ন্যায়-নীতিকে ক্ষুণ্ন করেছে আওয়ামী লীগ। তার প্রতিবাদ করার জন্য এই তাহমিদ রাজপথে তাজা রক্তে ঢেলে দিয়ে শহীদ হয়েছেন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নতুন প্রজন্মের ছাত্র জনতা বাংলাদেশের তথাকথিত কলুষিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে।
মঈন খান আজ সকালে তাহমিদের গ্রামের বাড়িতে নরসিংদী চিনিশপুরের পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিহত তাহমিদের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন। এসময় পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল হক, জেলা যুবদল সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, পলাশ উপজেলা যুদলের সভাপতি নিছার আহমেদ খান, সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।