আপনার জিজ্ঞাসা
মসজিদের সাথে অন্তর ঝুলে থাকার বিষয়টি কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৩৫ তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, মসজিদের সাথে অন্তর ঝুলে থাকার বিষয়টি কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : আমরা জানি, আরশের ছায়া পাবেন যারা তাদের বৈশিষ্ট হলো—মসজিদের সাথে অন্তর ঝুলে থাকে। এর মানে কী? আর আরশের নিচের ছায়া নারীরা পাবে কি?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। উপরে কথাটির অর্থ হলো দুটি। প্রথমত হলো, এখানে অন্তর ঝুলে থাকা বলতে বুঝানো হয়েছে ব্যক্তি এক ওয়াক্ত সালাত পড়ে পরবর্তী সালাতের জন্য অপেক্ষায় থাকে। তারা মসজিদে অপেক্ষা করে থাকে। আরেকটি অর্থ হলো, তিনি সালাতের জন্য সবসময় সজাগ থাকেন। যখনই সালাতের জন্য আজান হয় তখনই সাথে সাথে যান ও জামাতের সাথে সকল নামাজ পড়েন। এরা এই ফজিলত পাবেন। নারীদের জন্য এটা বাধ্যতামূলক নয়। নারী ঘরে পড়লেই এরচেয়ে বড় ফজিলত পাবেন। এটা নিয়ে সন্দেহ নেই।