আপনার জিজ্ঞাসা
ফিক্সড ডিপোজিটের জাকাত কীভাবে দেব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৮৩৯তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, ফিক্সড ডিপোজিটের জাকাত কীভাবে দেব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
ফিক্সড ডিপোজিটের জাকাত কীভাবে দেব?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। ফিক্সড ডিপোজিটের জাকাত নিয়ে আপনি জানতে চেয়েছেন। আপনি পাঁচ বছরের জন্য করেছেন। পাঁচ বছর যখন পূর্ণ হবে তখন আপনি এখান থেকে লাভসহ যতটাকা পাবেন পুরো টাকার জাকাত যেটা আসে সেটার জাকাত দেবেন। যেহেতু আপনি হাতে মেয়াদের হাতে টাকা নেই তাহলে তখন জাকাত নেই। টাকাটা লাভসহ মেয়াদ পূর্ণ হলেই আপনাকে জাকাত দিতে হবে। এইটাই নিয়ম।