লক্ষ্মীপুরে পিএইচপি কোরআনের আলো অডিশন
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে লক্ষ্মীপুর জেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ২৫টি মাদ্রাসার প্রায় ৭০ জন হাফেজ অংশগ্রহণ করেন। প্রথম অধিবেশনে ১০ জন উত্তীর্ণ হন এবং দ্বিতীয় অধিবেশনে উত্তীর্ণ ৬ জনকে ঢাকায় পরবর্তী অডিশনের জন্য ইয়েস কার্ড দেওয়া হয়।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে জেলা শহরের আটয়াতলি এলাকায় কাশিফুল উলুম মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি সিরাজুল ইসলাম সভাপতিত্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি কোরআনের আলোর বিচারক হাফেজ বোরহান উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক হাফেজ মুরাদ হোসেন, মাওলানা আবু সাইদ সালমান, ব্যবসায়ী আকবর হোসেন ও সমাজসেবক মো. কাঞ্চন।
বিচারক হাফেজ বোরহান উদ্দিন জানান, লক্ষ্মীপুর থেকে মোট ৬ জন পরবর্তী অডিশনের জন্য ইয়েস কার্ড পেয়েছেন। তিনি আরও বলেন, ১৮তম বারের মতো এই জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সারাদেশে কার্যক্রম চালু রয়েছে এবং প্রতিভাবান হাফেজদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর