সাবেক প্রতিমন্ত্রীসহ আ.লীগের তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় গুলিতে সাভারে এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, তার ভাই ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরকে হুকুমের আসামি করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সাভারের দক্ষিণ আউকপাড়ার বাসিন্দা মো. আলমগীর আজ সোমবার (১৯ আগস্ট) সকালে বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন, মামলা নং ৪(৮)২৪। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে সাভারে এটি তৃতীয় মামলা। এর আগে আশুলিয়া থানায় পৃথক দুটি হত্যা মামলায় আসামি করা হয় সদ্য সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ আওয়ামী লীগের পদধারী দেড়শতাধিক নেতাকর্মীকে।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবি আদায়ে সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘লং মার্চ টু ঢাকা’কর্মসূচিতে যোগ দেন সোনারগাঁও ইউনিভাসিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন (২৫)। বেলা পৌনে ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে গুলিতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে মারা যান তিনি।
মামলার প্রধান আসামি করা হয় ঢাকা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি এবং সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে। তিনি দশম ও একাদশ সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন এবং শেষবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
দ্বাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। তবে ডামি নির্বাচনে আওয়ামী লীগেরই দুই স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। এদিকে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
যোগাযোগের চেষ্টা করেও মুঠোফোন বন্ধ পাওয়ায় এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানা যায়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।