ধর্মঘট ভেঙে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে লঞ্চ চলাচল শুরু
নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল। তবে আজ শুক্রবার সকাল থেকে ঢাকা-বরিশাল পথে লঞ্চ চলতে শুরু করেছে।
এদিকে নৌ-ধর্মঘট প্রশ্নে আগামীকাল শনিবার বিকেলে ঢাকায় শ্রম মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আজ সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে দিবা সার্ভিসের জাহাজ এমভি গ্রিনলাইন। দুপুর নাগাদ বরিশালে পৌঁছানোর পর সেটি আবার যাত্রী নিয়ে ফিরে যায় ঢাকায়। এ ছাড়া বরিশাল থেকেও সকালে গ্রিন লাইনের একটি জাহাজ যাত্রী নিয়ে ঢাকায় গিয়ে বিকেলে আবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাত্রা করে।
ঢাকা-বরিশাল পথের একাধিক লঞ্চ মালিক জানান, সমস্যা মূলত পণ্য এবং তেলবাহী নৌ-যান শ্রমিকদের। তা ছাড়া অভ্যন্তরীণ পথে চলাচলকারী ছোট ছোট লঞ্চগুলোর শ্রমিকরাও এর অন্তর্ভুক্ত। রাজধানী ঢাকা, বরিশালসহ সারা দেশের যোগাযোগ রক্ষাকারী যাত্রীবাহী লঞ্চগুলোর শ্রমিকরা এই আন্দোলনের সঙ্গে নেই। প্রথমদিন আন্দোলনকারীদের হুমকি-ধমকির ভয়ে লঞ্চ বন্ধ রাখলেও আজ পরিস্থিতি ভিন্ন। যে কারণে পুরোদমে শুরু হয়েছে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের লঞ্চ চলাচল।
সন্ধ্যায় বরিশাল লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, ঢাকার উদ্দেশে যাত্রা করার লক্ষ্যে যাত্রী তুলছে ঢাকা-বরিশাল রুটের লঞ্চগুলো। অপরদিকে ধর্মঘট মেনে ঠায় দাঁড়িয়ে আছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ছোট ছোট লঞ্চগুলো। ফলে চরম বিপাকে পড়েছে অভ্যন্তরীণ রুটগুলোর যাত্রীরা।
কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, ধর্মঘট প্রশ্নে এ পর্যন্ত বেশ কয়েক দফা বৈঠক হয়েছে সরকার ও নৌযান শ্রমিকদের সঙ্গে। তবে তাতে সমস্যার সমাধান হয়নি। তবু আবার কাল শনিবার শ্রম মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় বৈঠক আহ্বান করা হয়েছে। শ্রমমন্ত্রী ও নৌপরিবহনমন্ত্রীসহ সেখানে থাকার কথা রয়েছে লঞ্চমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের। বৈঠকের পরই কেবল বোঝা যাবে যে ধর্মঘট পরিস্থিতি কোন দিকে গড়ায়।’