আপনার জিজ্ঞাসা
মেয়ের জামাইয়ের সামনে পর্দার বিধান কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৮২৯তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, মেয়ের জামাইয়ের সামনে পর্দার বিধান কী? অনুলিখন করেছেন রেখা আক্তার।
মেয়ের জামাইয়ের সামনে পর্দার বিধান কী?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। আপনি নিজের মেয়ের জামাইয়ের সামনে পর্দা করার বিষয় নিয়ে জানতে চেয়েছেন। প্রথম কথা হচ্ছে, যেহেতু মেয়ের জামাইর সাথে ইসলামে বিবাহবন্ধন হারাম করা হয়েছে সেহেতু মেয়ের জামাই মাহারাম। তাই মেয়ের জামাইয়ের সামনে পর্দা করাটা ওয়াজিব নয়। মানে তাদের সাথে শাশুড়ি স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন। মানে বাইরের বেগানা পুরুষের সামনে যে দুরুত্বটা মানা হয়, যেইভাবে পর্দা করা হয় সেটা করতে হবে না। তবে, মেয়ের জামাইর সাথে উঠা-বসা, নিজের বহিঃপ্রকাশ, চুল দেখানো, নিজেকে প্রকাশ করা এসব বৈধ নয়। মানে সেসব কাজ করা জায়েজ নয়, যেগুলো ফেতনা সৃষ্টি করতে পারে। এটা শুধু মেয়ের জামাই নয়, সকল মাহারামের সামনেই করতে হবে। হ্যাঁ, এদের সামনে পর্দা ওয়াজিব নয় তবে সীমা লঙ্ঘন করা করা যাবে না। এইগুলো উপলব্ধি করতে হবে।