শেখ হাসিনার গুম-হত্যা প্রকল্পের সার্বিক বিষয় জনসমক্ষে আনতে হবে : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গুম করা, হত্যা করা একটি প্রকল্প। আমি এটিকে প্রকল্প বলি। শেখ হাসিনার ক্ষমতায় থাকার প্রকল্প ছিল গুম করে ফেলা। আজ শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে সংহতি সভায় তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, গুমের মাধ্যমে ভয়-ভীতি সঞ্চার করে সাধারণ মানুষ যাতে তার (শেখ হাসিনা) স্বৈরশাসনের বিরোধিতা করতে না পারে সেজন্য এই প্রকল্প তিনি নিয়েছিলেন। সুতরাং, এই প্রকল্পের মূল উদ্যোক্তা ও মূল নায়ক শেখ হাসিনা। এই প্রকল্পের যারা নেতৃত্বে দিয়েছেন তাদের স্বরূপ উৎঘাটন করতে হবে। এই প্রকল্পে যারা সহায়তা দিয়েছে সেই সত্য উঘাটন করতে হবে।
আমীর খসরু আরও বলেন, এই প্রকল্পে যারা সহযোগিতা করেছে, সেই সত্য উঘাটন করতে হবে। এই প্রকল্পে যারা জেনে-শুনে চোখ বন্ধ করেছিল, যে জেনে না জানার ভান করেছিল, যে দেখে না দেখার ভান করেছিল, তাদেরও সামনে আনতে হবে। মোট কথা, এই প্রকল্পের সার্বিক বিষয় জনসমক্ষে আনতে হবে।