পিসিবিকে সার্কাস বলে ধুয়ে দিলেন সাবেক ক্রিকেটার
ক্রিকেটে সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। সেই সঙ্গে মাঠের বাইরের সমালোচনা তো আছেই। বাইশ গজের ক্রিকেটার থেকে শুরু করে সমালোচিত খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তারাও। এবার আরেক দফায় সমালোচনা করলেন দেশটির সাবেক অলরাউন্ডার ইয়াসির আরাফাত। পিসিবিকে সার্কাস বলে রীতিমতো ধুয়ে দিলেন সাবেক এই ক্রিকেটার।
টেস্ট ক্রিকেটে পরিসংখ্যানে বাংলাদেশ থেকে পরিস্কার এগিয়ে ছিল পাকিস্তান। সেই সঙ্গে ঘারের মাঠ। সব নিজেদের পক্ষে থাকার পরও বাংলাদেশের সামনে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। দুই টেস্টের দুটিতেই বাংলাদেশের সামনে অসহায় ছিল স্বাগতিকরা।
ঘরের মাঠে বাংলাদেশের কাছে লজ্জায় ডোবার পর এবার একই ফরম্যাটে ইংলিশদের বিপক্ষে লড়বে পাকিস্তান। এই সফরের আগে দেশটিতে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ। টেস্টের প্রস্তুতি না নিয়ে এই সময় এমন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝাড়লেন আরাফাত।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট পাকপ্যাশনকে দেওয়া এই সাক্ষাৎকারে সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘মাত্র সিরিজ শেষ হয়েছে। এখন আপনাদের দুর্বল দিকগুলো সামনে আনার কথা ছিল। যেমন—ফিটনেস, টেকনিক এবং পিচের বিষয়গুলো। আজ আমি শুনলাম যে জেসন গিলেস্পি (টেস্ট দলের কোচ) ও হাই-পারফরম্যান্সের কোচরা অস্ট্রেলিয়ায় চলে গেছেন। কারণ আপনারা ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করেছেন। আমি বিষয়টি বুঝতে পারছি না। পিসিবি আসলে একটা সার্কাস, এখানে জোকাররা কাজ করে এবং তারা কৌতুক বানায়।’
সাবেক এই ক্রিকেটার আরও বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আপনাদের টেস্ট সিরিজ আসন্ন, অথচ ক্রিকেটারদের ওয়ানডে খেলতে নামিয়ে দিচ্ছেন। শান মাসুদ তার সংবাদ সম্মেলনে বলেছিল তারা দেড় বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে পারছে না। ব্যাপারটি অদ্ভূত।’
উল্লেখ্য, ২০২১ সালের পর থেকে পাকিস্তান ঘরের মাঠে আর টেস্টে জিততে পারেনি। ১০ ম্যাচের মধ্যে তারা ছয়টিতেই হেরেছে, ড্র হয়েছে বাকি চারটি।
এ ছাড়া সদ্য বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে আরও নাজেহাল পরিস্থিতির মুখোমুখি পাকিস্তান ক্রিকেট বোর্ড।