সারের জার্সিতে দ্বিতীয় ইনিংসেও সাকিবের বাজিমাত
আগের দিনই সাকিব আল হাসান নিয়েছিলেন চার উইকেট। পাঁচ উইকেট পূরণে দরকার ছিল মাত্র এক উইকেট। প্রতিপক্ষ দলের উইকেটসংখ্যাও বাকি একটি। সবমিলিয়ে সাকিবের জন্য চ্যালেঞ্জটা মোটেও সহজ ছিল না। সেই চ্যালেঞ্জেই বাজিমাত বাংলাদেশি এই অলরাউন্ডারের। প্রায় ২৭ মাস পর সাদা পোশাকে পেলেন পাঁচ উইকেটের দেখা।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে ফাইফার পূরণ করেন সাকিব। এর আগে ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেটের কোটা পূরণ করেছিলেন সাকিব। মাঝে ১৬ ইনিংসে নিয়েছিলেন ২২ উইকেট। এবার প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরে দুই ইনিংসেই নিলেন ৯ উইকেট।
টনটনে প্রথম ইনিংসে ৩৩.৫ ওভারে সাত মেইডেন দিয়ে ৯৭ রানে চার উইকেট নেন সাকিব। দ্বিতীয় ইনিংসে ছাড়িয়ে গেলেন নিজেকেই। এই ইনিংসে ২৯.৩ ওভারে ১ মেইডেনসহ ৯৬ রানে নেন পাঁচ উইকেট। এখন পর্যন্ত ১২ ম্যাচের কাউন্টি ক্যারিয়ারে এটিই তার ম্যাচে সেরা বোলিং।
এর আগে ২০১০ সালে উরস্টারশায়ারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে প্রথম ইনিংসে ১ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৭ উইকেট শিকার করেন সাকিব। সেটিই ছিল পেশাদার ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা বোলিং।
সাকিবের এমন দুর্দান্ত বোলিংয়ে জয়ের জন্য ২২১ রানের লক্ষ্য পেয়েছে সারে। এই লক্ষ্য তাড়ায় শেষদিনে ৭৬ ওভার পাচ্ছে সাকিবের দল। ভারত সিরিজে আগে সাকিবের এমন অবিশ্বাস্য ফর্ম নিঃসন্দেহে আশা দেখাচ্ছে বাংলাদেশকে।