রিভিউ নিতে যেভাবে শান্তকে বোঝান মিরাজ
রিভিউ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের দুর্নাম আছে। তার নেওয়া রিভিউতে সফলতার চেয়ে ব্যর্থতার হার বেশি। অনেক সময় রিভিউ নষ্ট হয় মিরাজের কারণে। যা নিয়ে নানা সময় হয়েছে আলোচনা-সমালোচনা।
তবে, মিরাজের রিভিউ নেওয়ার এই ব্যাপারটা উপভোগ করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়মিত পডকাস্ট শোতে শান্ত নিজেই জানালেন এমনটি।
বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল ফেসবুক পেজে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত হয় পডকাস্টটির আরেক পর্ব। যাতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে অতিথি হিসেবে আসেন মিরাজ। সেখানেই বাংলাদেশ অধিনায়ক শান্ত কথা বলেন মিরাজের রিভিউ নেওয়া প্রসঙ্গে।
শান্ত বলেন, ‘মিরাজ যখন রিভিউ নিতে আসে, তখন সে আসলে কনভিন্স করে ফেলে। তার নিজের প্রতি বিশ্বাসটা থাকে। তা ছাড়া, বোলারদের ব্যাপারটা আমি বুঝি। একজন বোলার সারাদিন বোলিং করার পর যখন একটা সুযোগ আসে, তাদের একটা ইমোশন তৈরি হয় তখন। অনেক সময় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রিভিউ থাকে, কখনও সফল হয়, কখনও হয় না। তা নিয়ে দলে হাসিঠাট্টা হয়। সবমিলিয়ে, আমার ভালোই লাগে মিরাজের ব্যাপারটা।’
২০০৯ সাল থেকে একসঙ্গে খেলছেন মিরাজ ও শান্ত। মিরাজের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন শান্ত। এখন আবার শান্তর নেতৃত্বে জাতীয় দলে খেলছেন মিরাজ। দুজনের বোঝাপড়া বেশ চমৎকার, যা বোঝা গেছে পডকাস্ট জুড়ে।