বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে ভারতের চার তারকা
আর দুই দিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। সেই টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ। আগামী ৭ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য সেই সিরিজকে সামনে রেখে টি-টোয়েন্টির দলও গুছিয়ে ফেলেছে ভারত। সেই দলে থাকছেন না তারকা ব্যাটার শুভমান গিল।
গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই সিরিজে রাখা হচ্ছে না ভারতের সহ-অধিনায়ক শুভমান গিলকে। তাকে বিশ্রাম দেওয়া হবে। মূলত, নিউজিল্যান্ডের বিপক্ষের টেস্ট সিরিজের জন্য তাকে প্রস্তুত করা হবে। আপাতত ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন এই ক্রিকেটার।
অবশ্য এই তালিকায় গিল ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। তারা হলেন—যশস্বী জয়সওয়াল, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। তাদেরও বিশ্রাম দেওয়া হতে পারে। অবশ্য টি-টোয়েন্টি না খেললেও আসন্ন সবগুলো টেস্ট ম্যাচেই দেখা যাবে বুমরাহ-সিরাজদের।
বিষয়টি নিয়ে বিসিসিআই’র এক কর্মকর্তা বলেছেন, ‘শুভমানকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হবে। আমরা যদি সেই সিরিজের সূচি দেখি তাহলে দেখতে পাবো ৭ অক্টোবর গোয়ালিয়র, ১০ অক্টোবর দিল্লি ও ১৩ অক্টোবর হায়দরাবাদে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অন্যদিকে নিউ জিল্যান্ডের বিপক্ষের প্রথম টেস্ট শুরু হবে ১৬ অক্টোবর। তাই এই পরিস্থিতিতে গিলকে বিশ্রাম দেওয়াটা গুরুত্বপূর্ণ।’
আপাতত টি-টোয়েন্টি নিয়ে খুব একটা সিরিয়াস নয় ভারত। কারণ সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় আসর। এই দুই টুর্নামেন্টকে ঘিরেই নিজেদের প্রস্তুত করছেন কোহলিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার ওপরে গৌতম গম্ভীরের শিষ্যরা।