গোপালগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
প্রকল্প থেকে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের হাতে ঢাকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে শহরের বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। এছাড়াও একই দাবিতে কালোব্যাচ ধারণ করে হাতে-হাত ধরে স্ব স্ব বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
এ সময় সাধারণ শিক্ষকদের পক্ষে দাঁড়াতে গিয়ে হামলার শিকার হওয়ায় তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তারা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গেটে ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষক আল নাহিয়ান এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের হারুন অর রশিদকে লাঞ্ছিত করেন প্রজেক্ট থেকে আসা উপজেলা মাধমিক শিক্ষা অফিসারেরা।