শ্রীলঙ্কাকে উড়িয়ে শেষটাও রাঙাল বাংলাদেশ
টানা তিন জয়ের পর ছেদ পড়েছিল চতুর্থ টি-টোয়েন্টিতে। শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ নারী ‘এ’ দল হার মেনেছিল চতুর্থ ম্যাচে। এর আগেই টানা তিন জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে আবারও জয়ের স্বাদ পায় বাংলার নারীরা।
কলম্বোর কল্টস ক্রিকেট ক্লাবে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ১৬.২ ওভারে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। জবাবে ১১.৪ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৬ রান তোলে বাংলাদেশ। এ জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় সফররত বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই লঙ্কানদের চাপে রাখে বাংলার মেয়েরা। রাবেয়া খান-নাহিদা আক্তারের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। এতটাই বাজে ব্যাটিং করে লঙ্কানরা, দলের পক্ষে সর্বোচ্চ রান মোটে ১১। চেতনা বিমুক্তি ২০ বলে ১১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান আসে দেওমি বিহঙ্গের ব্যাট থেকে।
বাংলাদেশের পক্ষে ৭ রানে রাবেয়া শিকার করেন তিন উইকেট। ১০ রান দিয়ে নাহিদা তুলে নেন দুটি।
এত অল্প রানের জবাব দিতে বেগ পায়নি বাংলাদেশ। ৩৪ বলে দিলারা আক্তারের অপরাজিত ৩৩ এবং নিগার সুলতানা জ্যোতির অপরাজিত ১৪ রানে জয়ের বন্দরে অনায়াসে নোঙর করে বাংলাদেশ। লঙ্কানদের পক্ষে স্বান্তনাস্বরূপ চেতনা ও নিমিশা একটি করে উইকেট পান।