ক্যাচ মিসের মাশুল, জোড়া ফিফটিতে রানপাহাড়ে ভারত
প্রথম ইনিংস শেষে এমনিতেই ভারতের রান পাহাড়ের চাপে বাংলাদেশ। এর ওপর দ্বিতীয় ইনিংসে একাধিক সহজ ক্যাচের সুযোগ পেয়েও লুফে নিতে ব্যর্থ ফিল্ডাররা। সবমিলিয়ে চেন্নাই টেস্টে কোণঠাসা অবস্থায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বড় স্কোরের পথে স্বাগতিকরা। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ৩ উইকেটে ২০৫ রান তুলেছে ভারত। লিড বেড়ে দাঁড়িয়েছে ৪৩২ রান।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের পাত্তাই দিচ্ছেন না রিশাভ পন্থ ও শুভমান গিল। দুজনই তুলে নিয়েছেন ফিফটি। চেন্নাইয়ে সময়ের সঙ্গে সঙ্গে স্পিন ধরে। তাই সকালের শুরুতেই আক্রমণে স্পিন এনেছিলেন শান্ত। তবে মিরাজ একা এক প্রান্ত থেকে তেমন ইফেক্ট ফেলতে পারলেন না। উল্টো তার উপর চড়াও হয়ে রান তুলে নিচ্ছেন গিল-পন্থ।
প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে বাজেভাবে আউট হয়েছিলেন শুভমান গিল। দ্বিতীয়বার আর ভুল করছেন না। এরই মধ্যে তিনি পূর্ণ করেছেন ফিফটি। ৩০তম ওভারে মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় ও পঞ্চম বলে ছক্কায় উড়িয়ে ৩৯ থেকে ৫১ রানে পৌঁছে যান ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। ৭৯ বলে ক্যারিয়ারের সপ্তম ফিফটি পূর্ণ করেন তিনি।
লাঞ্চের ঠিক আগে উইকেটে থিতু হয়ে যাওয়ার পর হাত খুলে খেলতে শুরু করেন রিশাভ পন্থ ও শুভমান গিল। প্রায় প্রতি ওভারে বাউন্ডারির খোঁজে সুযোগও দিলেন পন্থ। কিন্তু নিতে পারলেন না নাজমুল হোসেন শান্ত ।সাকিব আল হাসানের হালকা ঝুলিয়ে দেওয়া উড়িয়ে মারতে গিয়ে হাওয়ায় ভাসিয়ে দেন পন্থ। লং অন থেকে অনেকটা দৌড়ে বলের নিচে গেলেও হাতে রাখতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ৭২ রানে বেঁচে যান পন্থ।