বিপিএল থেকে ছিটকে পড়লেন যেসব তারকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে এই নিলাম অনুষ্ঠান। দেশি-বিদেশিদের সমন্বয়ে অংশ নিতে যাওয়া সাত দলের প্রায় সবাই ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে।
১৮৮ জন দেশি এবং ৪৪০ জন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে নিলামে। স্থানীয় খেলোয়াড়দের ভাগ করা হয়েছিল ছয়টি ক্যাটাগরিতে, বিদেশিদের পাঁচটিতে। নিলাম শেষে সাত দলের সবাই-ই সমৃদ্ধ করেন নিজেদের দল। রাজনৈতিক অনিয়শ্চয়তা কাটিয়ে দল পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান।
নিলাম শেষে অবশ্য দল পাননি কয়েকজন তারকা ক্রিকেটার। যাদের সবাই বিপিএলের পূর্ববর্তী আসরগুলোতে খেলেছিলেন। তাদের মধ্যে মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, শুভাগত হোম ও নাজমুল ইসলাম অপুর মতো তারকাদের ভাগ্যে জোটেনি কোনো দল।
মুমিনুল জাতীয় দলেও টি-টোয়েন্টি খেলেন না। টেস্ট বিশেষজ্ঞ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তার দল না পাওয়া তাই অবাক করার মতো না হলেও বাকিদের প্রত্যেকে টি-টোয়েন্টিতে নিয়মিত। আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে বাকিরা নিয়মিতই খেলেন ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে।
যদিও,কারও সুযোগই শেষ হয়নি। আনুষ্ঠানিকভাবে আজ খেলোয়াড় কেনা শেষ হলেও টুর্নামেন্ট শুরুর আগে নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে ক্রিকেটার কিনতে পারবেন। সেক্ষেত্রে, আসর শুরু না হওয়া পর্যন্ত আশায় বুক বাঁধতেই পারেন এই তারকারা।