মিরাজ-জাকেরকে নিয়ে যা বললেন প্রোটিয়া তারকা
দিনের শুরুতে ছিল শঙ্কা, শেষ বিকেলে তা রূপান্তরিত হয়েছে সম্ভাবনায়। হতাশা কাটিয়ে ঢাকা টেস্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শঙ্কার কালো মেঘ কাটিয়ে টেস্টের তৃতীয় দিন শেষে আজ বুধবার (২৩ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ লিড নিয়েছে ৮১ রানের। অথচ, দিনের শুরুতে চোখ রাঙাচ্ছিল ইনিংস হার। সেই পরিস্থিতি থেকে বাংলাদেশের সামনে এখন তৈরি হয়েছে ম্যাচে ফল বের করার সম্ভাবনা।
বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পেছনে বড় অবদান মেহেদী হাসান মিরাচ ও জাকের আলী অনিকের। ১১২ রানে ছয় উইকেট হারানোর পর জাকের আলীকে নিয়ে হাল ধরলেন মিরাজ। এই জুটিতে আসে ১৩৮ রান। জাকের করেন ৫৮ রান। মিরাজ অপরাজিত আছেন ৮৭ রানে। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে কাল লড়াই শুরু করবেন তিনি।
সংবাদ সম্মেলনে এসে এই জুটির প্রশংসা ঝড়ল দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের কণ্ঠে। প্রশংসা করেন দুজনের ব্যাটিংয়ের। তাদের জুটিটি মূল্যবান বলে আখ্যা দেন তিনি।
মহারাজ বলেন, ‘মিরাজ ও জাকের আলী চমৎকার খেলেছে। ছয় উইকেট পড়ে যাওয়ার পর তারা যেভাবে খেলেছে, সেটি দুর্দান্ত। আমরা তাদের আটকানোর সব চেষ্টাই করেছি। কিন্তু, তারা ছন্দে ছিল। যে পরিস্থিতিতে তারা খেলেছে, তা অনেক মূল্যবান।’
এ ছাড়া কাল সকালে বাংলাদেশকে দ্রুত থামানোর প্রত্যয় ব্যক্ত করেন মহারাজ। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এখন সকালে বাংলাদেশকে যত দ্রুত আটকানো যায়। বোলাররা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটাই রাখব।’