সিঙ্গাপুরে শ্রম দিবস পালিত
নানা আয়োজনে আজ সিঙ্গাপুরপ্রবাসী বাংলাদেশিরা বিশ্ব শ্রমিক দিবস পালন করেছেন। দিনটি উপলক্ষে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
মনোজ্ঞ ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মাহবুব উজ জামান। এই অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি ছিলেন মো. জাকির হোসেন ও সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রবাসীদের কর্মব্যস্ততার কারণে বাংলা নববর্ষ ভালোভাবে উদযাপন করা হয়নি। তাই মে দিবস উপলক্ষে সিঙ্গাপুর চায়নিজ গার্ডেন আজ দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে পান্তা-ইলিশ ও নানা রকম ভর্তা দিয়ে ভূরিভোজের মাধ্যমে মে দিবস উদযাপন করা হয়।
এরপর বৈশাখী সাজ, শিশু ও বয়স্কদের নানা রকম খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডিএমইএবিএসের শিল্পী রুমা, তাপসী, নীলু, ইতি ও সোহেল। এ ছাড়া প্রবাসীশিল্পী বালাম, জুলফিকার, আকাশ আলিম, সেলিম রানা, সোহেল রানা, নীল সাগর ও জাকির মির্জা প্রমুখও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।