ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা বিসিবির, নেই তারকা ক্রিকেটার
ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে ভরাডুবির পর এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজেও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। যদিও এই সিরিজের দলের অন্যতম সেরা ব্যাটারকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে।
আজ রোববার (১০ নভেম্বর) ঘোষিত টেস্ট দলে রাখা হয়নি তারকা ব্যাটার মুশফিকুর রহিমকে। মূলত চোটের কারণে ছিটকে গেছেন তিনি। তবে, ওয়ানডে সিরিজে দেখা যেতে পারে তাকে। শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালীন কিপিংয়ের সময় আঙুলে চোট পান মুশফিক। এক্স-রে করার পর তার বাঁ-হাতের তর্জনীতে চিড় ধরা পড়ে। ৯৪ টেস্ট খেলা মুশফিক অতি দ্রুত একশ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়েছেন। কিন্তু চোটের কারণে তার অপেক্ষা বাড়ছে।
এছাড়া শারীরিক অসুস্থতার কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচে খেলতে পারেননি লিটন দাস। ক্যারিবীয় সফরের দলে তিনি ফিরছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে ডাক পাওয়া হাসান মুরাদকে এই সিরিজেও রেখেছে নির্বাচকরা। এছাড়া দক্ষিণ আফ্রিকা সিরিজে সুযোগ পাওয়া উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকেও রাখা হয়েছে দলে। যা হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে এই ক্রিকেটারদের প্রথম বিদেশ সফর। সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ ও নাঈম হাসান। চার পেসার নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ। শরিফুল, তাসকিন, হাসানের সঙ্গে আছেন নাহিদ।
ওয়ানডের মতো টেস্টেও নাজমুল শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে স্বাগতিকদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এবার আরেকটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৩০ নভেম্বর জ্যামাইকায়। এরপর ওয়ানডে সিরিজের তিন ম্যাচই হবে সেন্ট কিটসে। যথাক্রমে ৮, ১০ ও ১২ নভেম্বর হবে তিন ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেন্ট ভিনসেন্ট যাবে দুই দল। সেখানে আগামী ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।