বিটকয়েন দরের সর্বোচ্চ রেকর্ড
ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকে বাড়ছে বিটকয়েনের দর। প্রতিদিনই দরের যেন নতুন নতুন সর্বোচ্চ রেকর্ড গড়ছে। সেই হিসেবে বিটকয়েনের এখন দর দাঁড়িয়েছে প্রায় ৯০ হাজার মার্কিন ডলারে। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ডিজিটাল মুদ্রাবান্ধব নীতি নেবেন, এমন প্রত্যাশায় বাড়ছে বিটকয়েনের দর। খবর- আলজাজিরা।
ক্রিপ্টোকারেন্সি আজ মঙ্গলবার (১২ নভেম্বর) ৮৯ হাজার ৬৩৭ ডলারে ছুঁয়েছে। এটা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন থেকে এই মুদ্রাটি বেড়েছে ৩০ শতাংশের বেশি।
প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ডোনাল্ড ট্রাম্প বিটকয়েনকে ভালোভাবে নেননি। তিনি এটাকে প্রতারণা বলে উল্লেখ করেন। একইসঙ্গে ডলারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে, এমন অভিযোগও ছিল তার। তবে এবারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প তার নিজের মত বদলান। পাশাপাশি নিজেকে ক্রিপ্টো সমর্থক হিসেবে উপস্থাপন করেন। এমনকি গত সেপ্টেম্বরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে নিজস্ব ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল চালুর ঘোষণা দেন তিনি।
সিডনির এটিএফএক্স গ্লোবালের প্রধান বাজার বিশ্লেষক নিক টুইডেল বলেন, ডোনাল্ড ট্রাম্প বিটকয়েন শিল্পের সমর্থক। এটি স্পষ্টতই তার বাণিজ্য নীতির ফল। এতে ক্রিপ্টো শেয়ার ও মুদ্রার চাহিদা আরও তৈরি হবে। নির্বাচনের ফলাফল আসার সময় বিটকয়েন সর্বোচ্চ দরের কাছাকাছি লেনদেন করছিল। এর মানে এটি আরও ঊর্ধ্বমুখী যেতে পারে।