আমি আইনহীন মামলা ও রাজনীতির শিকার : ট্রাম্প
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা সমস্ত মামলা আইন না মেনে করা, যা কখনোই হওয়া উচিত ছিল না। তিনি অভিযোগ করেছেন, ডেমোক্র্যাট পার্টি তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছেন এবং এতে করদাতাদের ১০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ অপচয় হয়েছে। আমাদের দেশের ইতিহাসে এমনটি আগে কখনও ঘটেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে ট্রাম্প বলেন, ফানি উইলিস এবং নাথান ওয়েডের মতো রাজ্য প্রসিকিউটর এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নিরা তার বিরুদ্ধে উদ্দেশমূলকভাবে কাজ করছেন। তাদের প্রসঙ্গে ট্রাম্প বলেন, এই ধরনের মামলার বিষয়ে উইলিস ও নাথানের কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু তাদের মিলিয়ন ডলার দেওয়া হয়েছে, যা তাদের ভ্রমণ ও বিলাসবহুল জীবনযাপনের জন্য যতেষ্ঠ।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে ট্রাম্প অভিযোগ, তিনি ‘ট্রাম্পকে ধরা’র প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন, যা ট্রাম্পের মতে ‘অনৈতিক এবং সম্ভবত অবৈধ’। এ ছাড়া ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ সম্পর্কে তিনি বলেন, এই মামলা আনার ইচ্ছা তার ছিল না, কিন্তু বিচার বিভাগ ও ডেমোক্র্যাট পার্টির চাপের মুখে তাকে বাধ্য করা হয়।
ট্রাম্প আরও দাবি করেন যে তিনি সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ‘জয়ী’ হয়েছেন এবং পুনরায় আমেরিকাকে মহান করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।