ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বাইডেন
আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক। ২০ জানুয়ারির এই অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।
মার্কিন গণমাধ্যম সিবিএস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২০ সালের নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তিনি তার পরাজয় মানতে অস্বীকৃতি জানান। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন। পরে ২০২১ সালে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ দেননি ট্রাম্প। উত্তরসূরীর অভিষেকে অংশ না নিয়ে যুক্তরাষ্ট্রের ১৫০ বছরের রেকর্ড ভাঙেন তিনি।
সোমবার এয়ার ফোর্স ওয়ানে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস নিশ্চিত করেছেন, বাইডেন এবং ফার্স্ট লেডি শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে যে-ই জয়ী হোক না কেন, তার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বেটস আরও বলেন, বাইডেন ও ফার্স্ট লেডি এই প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি এটিকে গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের ইচ্ছাকে সম্মান জানানোর গুরুত্বপূর্ণ অঙ্গীকার হিসেবে দেখছেন। একইসঙ্গে একটি সুশৃঙ্খল এবং কার্যকর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বজায় রাখার অঙ্গীকারও বলে মনে করছেন।