চট্টগ্রামের লোহাগাড়ায় দাফন এপিপি সাইফুলের মরদেহ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় পশ্চিম কূল হজরত আব্দুল লতিফ শাহের (র.) মাজার মাঠে চতুর্থ দফা জানাজা শেষে নিজ ভিটায় দাফন করা হয়েছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মরদেহ।
আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টা থেকে দূর-দূরান্তের লোকজন জমায়েত হন লতিফ শাহ মসজিদ ও মাদ্রাসা মাঠে। ওই সময় বিক্ষুব্ধ জনতা নানা স্লোগান দিতে থাকে। মুহূর্তের মধ্যেই পুরো মাঠ কানায় কানায় ভরে যায়।
এর আগে দুপুর দেড়টার দিকে কড়া পুলিশ পাহাড়ায় আলিফের মরদেহ আমিরাবাদ ইউনিয়নের টেন্ডলপাড়ায় তাদের বাসায় নেওয়া হয়। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এরপর দুপুর আড়াইটায় লোহাগাড়া শাহ পীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় তাঁর গ্রামের বাড়ি ফারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদ মাঠে। সেখানে বাদ আসর চতুর্থ দফা জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। জানাজায় চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির সাবেক সংসদ সদস্য আলাহাজ শাহজাহান চৌধুরী, বান্দরবান জেলা আমির মাওলানা এস এম আব্দুচ্ছালাম আজাদ, দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর মো. আশরাফ হোসেন চৌধুরী, লোহাগাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন, বিএনপিনেতা নাজমুল মোস্তফা আমিন, সাতকানিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনসহ রাজনৈতিক নেতারা ও স্থানীয় জনসাধারণ অংশ নেন। জানাজা শেষে উপস্থিত হন কোটাবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও খাঁন তালাত মাহমুদ রাফি।