স্বর্ণের দুল ছিনতাই করতে শিশু স্কুলছাত্রী হত্যা, গ্রেপ্তার ১
সাতক্ষীরার আশাশুনির চাঞ্চল্যকর স্কুলছাত্রী নুসরাত জাহান রাহি হত্যাকাণ্ডের প্রধান আসামি রেজোয়ান কবির জনিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৫ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল শনিবার দুপুরে হাত-পা বাঁধা অবস্থায় বাড়ির পাশের একটি পুকুর থেকে রাহির মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
নিহত রাহির স্বজন ও মামলার তদন্তকারী কর্মকর্তা আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল জানান, উপজেলার আগরদাড়ি গ্রামের রবিউল ইসলামের ৯ বছরের মেয়ে স্কুলছাত্রী রাহিকে শনিবার সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা দুপুর ২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ ভাসতে দেখে। পরে সেখান থেকে এলাকাবাসীর সহায়তায় মরদেহ উদ্ধার করে তারা।
এঘটনায় নিহত রাহির বাবা বাদী হয়ে আশাশুনি থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং খোঁজখবর নিয়ে আজ ভোরে মামলার প্রধান আসামি রেজোয়ান কবির রনিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিঙ্গাসাবাদে বখাটে জনি হত্যার কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে রাহির কানের স্বর্ণের দুল ছিনতাই করার জন্য চেষ্টা করে আসছিলেন। গতকাল তাকে একা পেয়ে একটি হলুদ খেতে নিয়ে তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় রাহি চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করে হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেয়।