অপপ্রচারের বিরুদ্ধে ভূমিকা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার
বিশ্বব্যাপী দেশের প্রকৃত অবস্থা তুলে ধরে অপপ্রচারের বিরুদ্ধে ভূমিকা রাখতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতির উদ্দেশে ভাষণে তিনি এ আহ্বান জানান।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণের শুরুতে দেশবাসীকে সালাম জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে একাত্তরের শহীদ ও ২০২৪ সালের জুলাই-আগস্টে শহীদদের স্মরণ করেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত শক্তি কোনোভাবেই তাদের পরাজয় মেনে নিতে পারছে না, তাই তারা প্রতিদিন বিপুল অর্থ ব্যয় করছে দেশের ভেতরে ও বাইরের গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে।
প্রধান উপদেষ্টা বলেন, আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদের লক্ষ্য অর্জনে বাধা দিতে পারবে না। সজাগ থাকুন। আপনার লক্ষ্যগুলোকে জাতির লক্ষ্যের সঙ্গে একীভূত করুন। বিশ্বের কোনো শক্তি আমাদের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না।
প্রধান উপদেষ্টা বলেন, চার মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও দুর্বল হয়নি। আমরা নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে অটল আছি। যারা বহির্বিশ্বে ধূর্ত প্রচারণার মাধ্যমে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে তারা শুধু তা করতে ব্যর্থ হয়নি, বরং সমগ্র জাতিকে গর্বিত ও উচ্চস্বরে বিশ্বের কাছে তার ঐক্য ঘোষণা করতে অনুপ্রাণিত করেছে।
অধ্যাপক ইউনূস বলেন, অত্যাচারী শাসকদের ভয়-ভীতিকে উপেক্ষা করে নাগরিক অধিকার ও মর্যাদা এবং গণতন্ত্র নিশ্চিত করতে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্ররা চার মাস আগে যে ঐক্য গড়ে তুলেছিল তা আজও পাথরের মতো মজবুত রয়ে গেছে।
প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, জাতির এই নিখুঁত ঐক্য এবারের বিজয় দিবসকে স্মরণীয় করে রাখবে এবং ইতিহাসে অনন্য স্থানে স্থাপন করবে। প্রধান উপদেষ্টা এ ঐতিহাসিক অর্জনের জন্য দলমত নির্বিশেষে সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই ঐক্যের শক্তিতে আমরা আমাদের সব সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে পারব।