বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা পুলিশ সুপারের
নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবসের এই মহেন্দ্রক্ষণে জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী নেত্রকোনা জেলার বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের এবং তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে উপহার সামগ্রী দেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য সব শহীদ মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করে স্বাধীনতা যুদ্ধে পুলিশ মুক্তিযোদ্ধাদের ভূমিকা তুলে ধরা হয়। পরে বিশেষ মোনাজাত ও বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহেব আলী পাঠানসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।