বিডিআর হত্যাকাণ্ড তদন্তে পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটি : স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উদষ্টো হিসেবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যাবিচার নিশ্চিতে সোচ্চার ছিলাম এবং এখনও সোচ্চার আছি। এ বিষয়ে ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং ৪ নভেম্বর বিজিবি সদরদপ্তর পরিদর্শনকালে দ্বিতীয়বার ঘোষণা করি, যা গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেই নয়, বরং একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করে আসছি। বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুশাসন ও ন্যাবিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি সবার অবগতির জন্য ঘোষণা করছি, বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি ঘোষণা করা হবে। এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্রবাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। এ বিষয়ে কতজন সদস্যের কমিটি হবে তা এখনও নির্ধারণ করা হয়নি, এটি পাঁচজন, সাতজন বা নয়জন সদস্যের সমন্বয়ে গঠিত হতে পারে। তবে এখানে সশস্ত্র বাহিনীর সদস্যসংখ্যা বেশি থাকবে।’
সরকার পুনঃতদন্তের দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুনঃতদন্ত হবে কিনা তার আদেশ দেবেন আদালত। আমরা একটি ইনকোয়ারি কমিটি গঠন করছি। কমিটির সদস্যদের নামগুলো পেলে বিস্তারিত বলা যাবে। কাজের পরিধি আমরা বসে নির্ধারণ করব। এক্ষেত্রে প্রয়োজনে কমিশনও গঠন করা হতে পারে। এই বিষয়ে আইন মন্ত্রণায়ের সঙ্গে বসে মতামত নেওয়া হবে।’