বিএমডিসির অনুমতি ছাড়া বাংলাদেশে ভারতীয় চিকিৎসকদের নিয়ে ডা. রফিকের প্রশ্ন
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, ভারত বাংলাদেশে তাদের পোষ্য সরকারের পতনের পর থেকে আমাদের জন্য চিকিৎসাসহ সকল ভিসা স্থগিত রেখেছে। ভারত বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায় না, বন্ধুত্ব চায় একটি বিশেষ গোষ্ঠীর সাথে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে বগুড়া শিবগঞ্জ উপজেলা ছাত্রদল সদস্য মুশফিক রহমান সোহাগের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে ডা. রফিক এসব কথা বলেন। জুলাই-আগস্ট আন্দোলনে বগুড়া শহরে গুলিবিদ্ধ মুশফিক রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর থেকেই তারেক রহমানের আর্থিক সহযোগিতায় তার চিকিৎসা চলছে।
ডা. রফিক বলেন, ভারত বাংলাদেশে বৈধ কাগজ নিয়ে চিকিৎসার জন্য যায়, ঘুরতে যায়। অথচ, বিএমডিসির অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে মোটা অংকের অর্থের বিনিময়ে ডাক্তারি করে যাচ্ছেন। জনগণের আন্দোলনের ফসল যে সরকার সেই অন্তর্বর্তী সরকার কোনো নজর দিচ্ছে না।
ডা. রফিক বলেন, স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার অনেক দোসর রেখে গেছেন। তারা দেশের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এ ছাড়া বিদেশি প্রভুদের উসকানিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই।
এসময় বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, ডা. ইউনুস আলী, ডা. নবিদ আলম, ডা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।