নিম্নমুখী সূচক, লেনদেনও মন্দা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (২৩ ডিসেম্বর)। একদিনের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৫ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে আজ ৩০৩ কোটি টাকায় অবস্থান করেছে। আগের কর্মদিবস রোববারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ কমেছে।
জানা যায়, গতকাল রোববার লেনদেন হয়েছিল ৩১২ কোটি ৯১ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৩০৩ কোটি ২৭ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬০ হাজার ৮৭৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। যা আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৫৯ হাজার ১৯৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৭০ দশমিক ৭৯ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৯৬ দশমিক ৪১ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ছয় দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৫ দশমিক ৯০ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৩ দশমিক শূন্য সাত পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯২২ দশমিক ১০ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৯টির ও কমেছে ২১৬টির। শেয়ার দর অপরিবর্তন ৮১টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৫ কোটি ৮২ লাখ টাকা, ফাইন ফুডসের ১০ কোটি ৯৬ লাখ টাকা, যমুনা অয়েলের ৯ কোটি ২৩ লাখ টাকা, রবি আজিয়াটার আট কোটি ২১ লাখ টাকা, খান ব্রাদার্সের সাত কোটি ৪৪ লাখ টাকা, আইসিবির সাত কোটি ৩৩ লাখ টাকা, জিপিএইচ ইস্পাতের সাত কোটি ১৮ লাখ টাকা, ফার্স্ট প্রাইম ফান্ডের ছয় কোটি ৫৩ লাখ টাকা এবং রুপালি লাইফের পাঁচ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে বিডি ওয়েল্ডিং ওয়েল্ডিং ইলেকট্রোডসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৪১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ।