জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের কিছু নেই : নজরুল ইসলাম খান
জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেলা সোয়া ১১টার দিকে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সমমনা জোটের নেতারা বৈঠকে অংশ নেন।
জামায়াতে ইসলামীর সঙ্গে বর্তমান বিএনপির দূরত্ব চলছে কিনা, এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘এমন কোনো দূরত্বের কিছু নেই। তারা যদি বলে দেশপ্রেমিক শুধু তারাই, তাহলেতো একটু কষ্ট লাগবেই।’
নজরুল ইসলাম বলেন, ‘জামায়াতও গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, আমরা আন্দোলন করছি। তারা তাদের মতো করে আন্দোলন করছে। কিন্তু যুগপৎ আন্দোলনে তারা তাদের মতো করে কর্মসূচি পালন করেছে। আমরা জোট ও সমমনা যারা আছে, তারা যুগপৎ আন্দোলনে আমাদের কর্মসূচি একসঙ্গে পালন করেছি।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান বৈঠক অংশ নেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, বর্তমানে রাজনীতির সামাজিক অর্থনৈতিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি।’
এ সময় সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘আমরা বর্তমানে সার্বিক অবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এসব বিষয় নিয়ে আলোচনা করেছি।’
ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘২০০৯ সাল থেকে আমরা বিএনপির সঙ্গে জোটে আছি। পরবর্তীতে আমরা যুগপৎ আন্দোলন করে আসছি।’